বলো না মা গভীর রাতে
আমায় তুমি নিয়ে হাতে
বনে কেন এলে?
এসো না মা আমার ধারে
যাচ্ছ কেন অন্ধকারে
আমায় একা ফেলে?


যেও না মা আমায় ফেলে
ভালোবাসার বাতি জ্বেলে
নাও না কোলে মা,
এই বনে যে পশুরা রয়
আমার ভীষণ করছে যে ভয়
কাঁপছে দেখো গা!


ঐ দেখ মা আকাশ জুরে
মেঘের সারি যাচ্ছে উড়ে
বাতাসও গেছে থামি,
নাও না মা গো বাহু মেলে
বলো না মা বৃষ্টি এলে
কোথায় যাবো আমি?


ডাকছে শেয়াল শোন মা ঐ,
কুকুরও ডাকছে! মা...তুমি কই?
ঐ তো গাছে কাক!
নাও না মা গো কোলে মোরে
ঐ...শোন মা ডাকছে জোরে
হুতুম পেঁচার ঝাঁক।


যেও না মা আমায় ফেলে
খাবে ওরা একলা পেলে
ছিঁড়ে আমার দেহ,
আমার ডাকে দাও গো সাড়া
বলো না মা তুমি ছাড়া
আমার আছে কেহ?


সাথে আমায় নিয়ে চলো
নেবে মাগো, বলো বলো?
ধরছি তোমার পা,
হইও না মা এতো কঠোর
ছিলাম তো মা তোমার জঠর
সঙ্গে নাও না মা।


এবার যদি দয়া করে
নিয়ে যাও মা তোমার ঘরে
থাকবো শান্ত বেশে,
কথা দিলাম মা গো আমি
স্বাক্ষী রইলো জগতস্বামী
বুকে নাও না এসে।


তোমায় কভু জ্বালাবো না
হবো তোমার লক্ষ্মী সোনা
ভুল হবে না এতে,
তুমি কভু ঘুমাও যদি
পেটে ক্ষুধা থাকেও যদি
চাইবো না দুধ খেতে।


আমার পেটে তখন যদি
রাক্ষস এসে নিরবধি
চাপায় ক্ষুধার ধূম,
বলছি আমার মাথা ধরে
ভাঙাবো না কান্না করে
তবু তোমার ঘুম।


পুতুল খেলবে সবাই যখন
মাটিতে পুতুল আঁকবো তখন
বলবো না কিনে দিতে,
জামা ছিঁড়লেও বলবো না মা
কিনে দাও না নতুন জামা,
কিংবা কোলে নিতে।


তোমার দয়ায় সত্যি যদি
পাই ফিরে মোর আপন গদি
যাই যদি মা বেঁচে,
কথা দিলাম বড় হয়ে
সদাই তোমার কাছে রয়ে
কাপড় দেবো কেঁচে।


ঘুমাবে মা তুমি যখন
তোমার মাথায় আমি তখন
বুলিয়ে দেবো হাত,
রেখে তোমায় নিজের সাথে
খাইয়ে দেবো নিজের হাতে
নিজের রান্না ভাত।


সারাজীবন করবো এটা
একদিন নয় শুধু এটা
চলবে জনম ভর,
বলছি এখন আমি যেসব
কথা দিলাম মা গো এসব
হবে না নড়চড়।


কথা দিলাম যেও না গো
টানবো আমি একাই মা গো
পরিবারের ঘানি,
শপথ করে বলছি মা আজ
তোমার কোন থাকবে না কাজ
তুমি হবে রাজরানী।


স্বাক্ষী থাকলো ঐ...যে প্রভু
আমার দ্বারা তোমার কভু
ম্লান হবে না মান,
বলছি ছুঁয়ে মাথা আমার
বলবো না কভু আমি যে তোমার
অবৈধ সন্তান।


মা গো তুমি দয়া করো
আমায় তোমার বুকে ধরো
আগে পিছে ভুলে,
দয়া করে করো কৃপা
ধরছি তোমার ঐ... দুটি পা
নাও মা কোলে তুলে।