ঐ চোখের চাহনিতেই বিস্তীর্ণ ভবিষ্যৎ এঁকেছিল চোখ...


স্বপ্নিল সীমারেখা বুঝতেই দেইনি বিমর্ষ ধুমকেতুর যাতনা!
বিদীর্ণ হৃদয় তবুও সেদিন,ভেবেছিল এভাবেই হয়তো,সব ভুলবে সহসাই।


কেনো জানি সীমাহীন হৃদয়ের সামান্যে বিকিয়ে ফেরা,
বুঝেছিলাম,সীমানার মাঝে অসীমকে তালারুদ্ধ করার বাহানা-
তবুও আবর্জনার যেনো গঙ্গায় নিয়েছে দায়ভার।


ভাবিনি কখনও, স্বপ্নিল হৃদয়ে হবে চোরা বালুর ক্ষরণ!
বুঝিনি,আলতো ছোয়ায় পিষিয়ে  যাবে সহজেই, লজ্জাবতীর মতই
তবুও ওরা পুনরায় জেগে ওঠে ক্ষনিক কাল পরেই।


অথচ যে চোখ একদিন এঁকেছিল সীমাহীন ভবিষ্যৎ-
সে চোখ আজ অন্য কিছু আঁকে.....