এক কৃষকের চারটি গরু একটি ছাগল ছিলো
সেখান থেকে একটি গরুর রোগে হানা দিলো,
তাই তো কৃষক পশু ডাক্তার ডেকে আনেন বাড়ি
ওষুধ দিয়ে ডাক্তার বলেন, "খাওয়ান তাড়াতাড়ি।


এই ওষুধে গরু যদি সুস্থতা না পায়
জেনে রাখুন গরুর তবে বাঁচা হবে দায়,
এই গরুকে কঠিন ভাইরাস হানা দিয়েছে
ভাইরাসে তার সারা দেহ দখল নিয়েছে।


তিন দিনে সে পুরো সুস্থ না হয় যদি তবে
এই গরুটি মেরে ফেলে পুতে ফেলতে হবে,
সব গরুতে তা না হলে ছড়িয়ে যাবে এটা
খুবই কঠিন হয়ে পড়বে তখন কিন্তু সেটা।"


সেই কৃষকের ছাগলটিতে এসব কথা শোনে
তাই তো ছাগল গিয়ে বসে গরুর মাথার কোণে,
গরুটিকে ডেকে বলে, "উঠে পড়ো ভাই
তানা হলে বিপদ আসতে বেশি দেরি নাই।


আগামী তিন দিনে যদি সুস্থ না হও তুমি
তবে তোমায় যেতে হবে ছেড়ে জগৎ ভূমি,
মাটির নিচে পুতবে ওরা তোমায় মেরে ফেলে
তাই তো বলছি ওঠো বন্ধু চলো আসি খেলে।


এমন করে শুয়ে তুমি আর থেকো না ভাই
সত্যি বলছি তোমার মতো বন্ধু আমার নাই,"
ডাক্তার দেখলো গরুর দশা দ্বিতীয় দিন এসে
দেখে বললো, "সকল আশা গেছে জলে ভেসে।


আগামীকাল গরুর যদি একই দশা থাকে
তবে তাকে মেরে ফেলে পুততে হবে ফাঁকে,"
ছাগল গিয়ে গরুর কাছে বলে একই ভাবে
"আমায় ছেড়ে তুমি কি ভাই পরোপারেই যাবে?


বাঁচতে চাইলে তাড়াতাড়ি উঠে এসো ভাই
তোমার হাতে এখন কিন্তু বেশি সময় নাই,"
অনেক কষ্টে গরু যখন উঠে দাঁড়ালো
ছাগল তখন নিজের মাথা জোরসে নাড়ালো।


খুশি হয়ে মাথা নেড়ে ছাগল বলে, "ভাই
তোমায় দেখে এখন আমার খুশির সীমা নাই,
চলো দু'জন দৌড়ে গিয়ে মাঠে ঘুরে আসি"
গরুটাকে মাঠে দেখে রাখাল দিলো হাসি।


জোরে জোরে বলে রাখাল, "পার্টি দেবো আমি
কারণ হলো এই গরুটা অনেক অনেক দামি,
ভালোবাসার সকল মানুষ দাওয়াত করে নেবো
আমার ছাগল কেটে আমি আজকে পার্টি দেবো।"


গরু এটা শুনে বলে, "খুব বেদনাদায়ক
ছাগল হলো এই ঘটনার সফলতার নায়ক,
অথচ কেউ জানলো না এর অন্তরালে কে
সফলতার নায়ক কেটেই পার্টি দেবে সে!


ছাগল থেকে মনের জোর ও আত্মবিশ্বাস নিয়ে
এবার আমি বেঁচে গেছি দৌঁড়ে মাঠে গিয়ে,
তার বিহনে আমার এটা সম্ভব হতো না
ও গো বিধি তাকে কাটলে অন্তে হবে ঘা।"


ছাগল বলে, "মানবকূলের প্রতি বাঁকেবাঁকে,
অহরহ এই ঘটনা সদাই ঘটে থাকে।"