জানালার কাঁচে এসে বৃষ্টির ছিঁটে,
আজো আঁকে জল ছবি আগেকার মতো।
অথচ তোমার মনে ভরা ছিল চিটে,
সে কথা জেনেই মন হলো বিক্ষত।


বহুবার বলেছিলে বৃষ্টির ক্ষণে,
"আজীবন এঁকে যাবো ছিঁটে অনুরূপ।"
সরল আভায় আমি গেঁথেছি তা মনে,
সে আভাই এ অনলে ছিটাচ্ছে ধূপ।


ক্ষত মন জোড়া দিতে করে আয়োজন,
বিফল হয়েছি আমি শত চেষ্টায়।
যে থলিতে ধান সদা ধরে একমন,
পাঁচ কেজি চিটে দেখি সেথা ধরা দায়!


অথচ অবুঝ আমি ভেবেছি সদাই,
আমার গোলার মাঝে খাঁটি ধান ভরা।
কখনো ভাবিনি দেবে দু'লোচনে ছাঁই,
সদাই ভেবেছি তুমি খাঁটি অপ্সরা।