কেনো গো এখন কাজল পড়ো না চোখে
নাকি আছো মোর কথার প্রতীক্ষায়?
কখন বলবো কাজল দু’চোখে পরো
কাজল ব্যতীত অপ্রতিভ দেখা যায়।


শোনো মেয়ে তবে বলছি এখন যেটা
দু'টি বাঁকা চোখে কাজল লাগিয়ে রোজ,
গোসলের পরে অনুগ্র ভেজা চুলে
পুব জানালায় প্রতিদিন নিও খোঁজ।


হেলান দিয়েই দাঁড়িও ওখানে এসে
তারপর তুমি দেখো আকাশের দিকে,
নীলাকাশ দেখে হৃদয় নিথর হলে
এরপর দেখো কাঁঠালের গাছটিকে।


কাঁঠাল গাছের ঐ... সরু ডালটিতে
যখন দেখবে একটি হলুদ পাখি,
অপলক ভাবে দেখো ঐ... পাখিটিকে
তখন কিন্তু বন্ধ করো না আঁখি।


পাখির দোলায় যখন কাঁঠাল পাতা
দোলা দিয়ে যাবে জানালার কাছাকাছি,
ঠিক সেই ক্ষণে নয়ন বন্ধ করে
মনেমনে ভেবো ওখানেই আমি আছি।


অনুভবে তুমি তখন আমাকে পাবে
আমিও তোমাকে অনুভবে কাছে পাবো,
ভাবনা নদীর প্রেম জোয়ারের স্রোতে
না ছুঁয়ে দু'জন একাকার হয়ে যাবো।


সজোরে বলবো, "কাজল প্রেমিক আমি
সজ্জার মাঝে কাজলের জয় জয়,
কাজল নামের কুচকুচে কালো রঙে
মেয়েরা কি করে এতোটা সুশ্রী হয়?"