কোথাও বিল কোথাও খাল কী অপরূপ ছন্দ,
আমার দেশের রূপটি দেখে মনে আসে দ্বন্দ্ব।


             তাই তো বলি ধেয়ে ধেয়ে,
            খাল ও বিলের জলে চেয়ে।


" ও খাল ও বিল চল না তোরা হোস নে কভু বন্ধ,
তোদের চলন মনে আনে খাঁটি ফুলের গন্ধ।


ফুলের কথা মনে হতেই ছুটি ফুলের বনে,
সুবাস নিয়েই আবার ছুটি আম বাগানের কোণে।


          একটু পাশেই কাঁঠাল দেখি,
           দেখেই বলি, " ও মা একি!


এ দেশ যারা খারাপ বলে তারা সবাই অন্ধ,
প্রশ্ন ছুঁড়ি কেন তোরা দেশটা বলিস মন্দ?


প্রকৃতির এ রূপটি তোরা কোথায় পাবি গেলে?
এই অপরূপ শোভা কি আর কোথাও কভু মেলে?


            সেরা এ দেশ প্রকৃতিতে,
            হৃদয় জুড়াই দেশের গীতে।


তাই তো বলি দেশটাকে আর বলিস না ফের মন্দ,
আমার দেশের প্রকৃতিতে আছে নানান ছন্দ।"