বিবাহিত মানুষ বলেন, "সংসারে খুব জ্বালা
এই জ্বালাতে জ্বলেপুড়ে হচ্ছি ঝালাপালা!"
অন্যদিকে যারা আজো বিয়ে করেন নাই
সঙ্গী পাবার স্বপ্নে তারা হচ্ছে জ্বলে ছাই।


শান্তি পাবো কোথায় গেলে ধনী ভাবেন সেটা
বিষন্নতায় ভোগেন ধনী ভেবে ভেবেই এটা,
গরীব লোকের যেটা ভেবে ভাঙে মনের রথ
সেটা হলো অধিক আয়ের মিলবে কোথায় পথ।


শিশু ভাবে ছোট থেকে বড়ো হবো কবে
বয়স্করা ভাবেন জীবন আর কতোদিন রবে,
শৈশবটায় ভালো ছিলাম পেতাম যদি ফিরে
এটা ভেবেই বয়স্কদের হৃদয়টা যায় ছিঁড়ে।


নিঃসন্তান বলেন সদা, "ওগো ভগবান
দয়া করে একটি সন্তান করো মোরে দান,
বিপরীতে সন্তান যাদের আছে আপন ঘরে
তারা বলেন, "জীবন পুড়ছে ওদের জ্বালার তরে।"


বেকার বলেন, "দয়া করো ওগো দয়াময়
তাড়াতাড়ি আমার যেনো একটি চাকরি হয়,
চাকুরীজীবি বলেন সদা বদন করে কালো
"এই খাটুনি এখন আমার লাগছে না আর ভালো।"


মুখ লুকাতে সেলিব্রেটি সদাই ব্যস্ত থাকেন
বিপরীতে সাধারণে বিধাতাকে ডাকেন,
ডেকে বলেন, "আমায় বিধি সেলিব্রেটি করো
আমায় তুমি ভেঙেচুরে নিজের হাতে গড়ো।"


এসব দেখে হৃদয় বলে, " আমরা হলাম চোরা
কেনো মোদের অবস্থানে কেউ খুশি নেই মোরা?"
আরো বলে, "আসুন সবাই বিধাতাকে ডাকি
প্রশান্তিকে খুঁজে আসুন সবাই সুখী থাকি।"