কেমন করে বিজয় এলো
সেসব খবর কে আর রাখে?
শীতের স্নান কষ্ট বলেই
নোংরা যেন আতর মাখে।


উড়ো উড়ো সবাই জানি
এই বিজয়ের অন্তরালে,
বাঙালিদের রক্তের স্রোত
বয়ে গেছে কালে কালে।


কিন্তু সে-সব ঘেঁটে দেখার
সময় কি আর আছে কারো?
বিজয় বন্ধু যারা ছিল
ধারি না আজ তাদের ধারও!


আজও দেখি খেলার মাঠে
শত্রু নিয়ে মাতি মোরা,
এক নিমিষেই সব ভুলে যাই
জাতীর শত্রু ছিল ওরা।


এও ভুলে যাই এই বিজয়ের
শহীদ হলো ত্রিশ লক্ষ!
মনে যদি থাকতো এটা
নিতাম কি আর শত্রু পক্ষ?


বুকের উপর দু'হাত রেখে
বলো দেখি শুনছি যেটা,
কেমন করে ভুলতে পারো
রক্তে কেনা বিজয় এটা?