এবার শীতে আসুন সবাই তুলি স্লোগান
"সাধ্যমতো শীতার্তদের বস্ত্র করবো দান।"
যেমন পারি তেমন করেই আসুন লাগাম ধরি
আসুন সবাই শীতার্তদের কষ্ট লাঘব করি।


যে টাকাতে শীতের সময় করি পিঠা আহার
আসুন তাতেই শীতার্তদের মেটাই বস্ত্র বাহার,
আসুন না ভাই বন্ধ রেখে শীতের ভ্রমণ এবার
স্থির করি শীতার্তদের শীতের পোশাক দেবার।


আসুন এবার বন্ধ রেখে শীতের চড়ুইভাতি
সাধ্যমতো সবাই মিলে ওদের নিয়েই মাতি,
আসুন ওদের কষ্ট ঘুচাই শীতের বস্ত্র দিয়ে
সকল কবি আসুন লিখি শীতার্তদের নিয়ে।


শীতের কষ্ট কতো প্রকট ভাবুন কল্পনাতে
দিন কাটে তো যেমন তেমন দস্যু যেন রাতে!
তাই তো আসুন শীতের বিলাস এবার দিয়ে বাদ
শীতার্তদের কষ্ট ঘুচেই নিই স্বস্তির স্বাদ।