পেয়েছি তোমারে কতো না কপালে
                 দিয়েছে জুটিয়ে বিধাতা গোপালে,
মানুষে-মানুষে কতো না তামাশা
                 জাতিতে-জাতিতে বিষানো কুয়াশা!


অথচ তোমাতে দেখিনি কখনো
                 খুঁজেছো দু’চোখে জাতিটা এখনো ,
এভাবে কেন যে ভাবে না লোকেরা
                 সে'কথা কিভাবে ঘোচাবে শোকেরা?


সারাটা দুনিয়া এভাবে তাকালে
                 যেতো না ধরণী বিষিয়ে মাকালে!
হৃদয়ে কী দিয়ে যাতনা থামাবো
                 সাগরে কী ভাবে ডুবুরি নামাবো?


এখনো কেন যে ভাবি না মরণে
                ভাবি না বিধাতা নেবে কী চরণে!
অযথা ঝামেলা জাতিতে-জাতিতে
                অথচ সমতা নেতাতে-পাতিতে!


গলাতে-গলাতে মাদুলি ঝুলিয়ে
                 ভাবেতে ভাবনা দুলিয়ে দুলিয়ে,
চলো না সকলে রাঙিয়ে ধরণী
                  সখাতে-সখাতে চালিয়ে তরণী।