প্রেম করে বিয়ে করে টিপু সুলতান
কিছু দিন যেতে প্রেম হয় খানখান!
বিবি তারে ঝাড়ি মারে প্রতি ক্ষণেক্ষণে
এই দাহে ভাবে টিপু যাবে তপোবনে।
সংসারে সুখ নেই শুধু কোলাহল
সেই শোকে তার চোখে আসে শুধু জল!
দু'জনের এতো প্রেম কই চলে গেলো?
এটা ভেবে ভেবে সব হয় এলোমেলো!


দু'জনের এতো রাগ এলো কোথা থেকে?
ভেবে ভেবে টিপু মিয়া কাঁদে হেঁকে হেঁকে!
কেন বিবি ঝাড়ি মারে শুধু শুধু তাকে?
এটা জানতেই তিনি জ্যোতিষীকে ডাকে।
ডাকশুনে বাড়ি এলো জ্যোতিষীর দল
বহুটাকা খেয়ে তারা করে গেলো ছল!
অবশেষে টিপু মিয়া আসে মোর কাছে
কানে কানে শোনে তিনি, "ঘটনা কী পাছে?


তোমাদের সংসার ফুলের মতোন
লক্ষ্মীটি হয়ে ভাবি করে যে যতণ,
সংসারে এতো সুখী কী করে গো ভাই?
ঘটনা কী এর পাছে জানতে তা চাই,"
আমি বলি থাক সেটা, " চলো ভাত খাবো
তারপর একসাথে রমনায় যাবো।
রেগে গিয়ে টিপু বলে ধ্যাততরী ছাই!
ভাত খেতে এইখানে আজ আসি নাই!


বলবে কী বলবে না সেটা বল আগে
বহু জোরে বলে টিপু হৃদয়ের রাগে,"
অবশেষে বলি আমি নিরুপায় হয়ে
"শোন তবে সুখ তরী কীসে চলে বয়ে।
সংসারে সুখ আসে পুরুষের গুণে
যদি তিনি চুপচাপ বউয়ের কথা শুনে!"