"এই মরা খালটির যতগুলো স্বপ্ন পুড়ে গেছে
তার সব ছাই যদি তুমি এনে দিতে পারো
তাহলে আমিও ঘুড়ি উড়াব।"
সেগুন গাছটির এই কথায় স্বপ্ন পোড়া ছাই খুঁজতে- খুঁজতে
যেদিন ছারপোকাটি ডোবা পুকুরের নিচেই গিয়ে
ছাই খুঁজে পেল,
সেদিন তার চোখেও আনন্দে জল এসেছিল।
কিন্তু পুকুরের নিচে কি আর অশ্রুধারা বোঝা যায়?
তাই তো মুহূর্তেই বালির বুকে অশ্রু মুছে
ছাই নিয়ে ফিরে এসে দেখল
সেগুন গাছটি অন্ধ হয়ে গিয়েছে!
সেই গভীর রাতেই সূর্যের আলো দেখতে পেয়ে
আক্ষেপে চিৎকার করে বলতে লাগল,
"হালকা হাওয়ার নীলাভ পেখমে
আর কবুতর আঁকবো না কখনো।
"অহমিকা ছাড়া মাধুর্যের বিন্দুমাত্র অর্থ নেই।"