সৌন্দর্য গড়তে গেছি হাতুড়ি বাটাল চালনায়
অথচ শিখিনি সেটা দুর্বহ সমেত কোনদিন
তীক্ষ্ণতা হারিয়ে ফেলে নত হই কুকুরের লেজে
বুঝতেই দেখি চেয়ে মুকুরের অন্তর্লীন ঘুম
যে ঘুমের শেষ গুচ্ছ চিরকাল সুপ্তি রঙে লেখা।


এর মাঝে ক'টি আছে ষাটোর্ধ মাতাল মহাপ্রাণ
পশুবৎ স্বভাবেই সর্বদা মন্ত্রণা দেন তারা।
বুলি শুনে মনে হয় এই হলো শুদ্ধ মহাজন
অথচ তাদের মন সীমাহীন অন্ধকারে ঘেরা
অর্থের লালসা এলে হিতাহিত ধুয়েমুছে খায়
প্রসূন দেখলে তারা সারাক্ষণ লকলক করে।


যুবক হলেও এটা হয়তো মানা যেতো কোনো মতে
এ ভেবেই বিষে গেছে সৌন্দর্য গড়ার সব আশা...
অথচ ভেবেছি আমি বাতাসের ঘন্টাধ্বনি এরা
বিস্ময়ে ভেবেছি শুধু, "এতো নিচু ঘন্টাধ্বনি হয়?
কি করে মনকে ঘোরাই হাতুড়ি বাটাল চালনায়?"