উল্টো দেশ


কোমল দাস


সেই দেশটির সব পাখিরা সাঁতরে বেড়ায় জলে
মাছগুলো সব দূর আকাশে ওড়ে দলে দলে,
শাপলা ফোটে ঘরের চালে কুমড়ো জলের মাঝে
বড়রা সব শুয়ে থাকে শিশুরা যায় কাজে।


কাঁদে সবাই খিলখিলিয়ে হাসে যে হাউমাউ
সেই দেশটির বনের রাজা গরু মানে কাউ,
গরম কালে সেথায় সবাই কম্বল দেয় গায়
শীতের দিনে ভীষণ জোরে ফ্যান-এসি চালায়।


এক কথাতে সেই দেশটির উল্টো সকল কিছু
বলছো টা কী মিথ্যা বলছি মনটা আমার নিচু!
তাচ্ছিল্য করছ কেন এমন ভাবে হেসে?
সত্যি বলছি স্বপ্নে আমি গিয়েছি সেই দেশে।