একটি গহীন বনের পাশেই মস্ত লোকালয়
কাল সেখানে ভাষণ দিলেন নেতা শ্রীনাথ জয়,
ভাষণ শেষে বলেন তিনি, "সবাই শুনুন ভাই
টিকে থাকতে বুকের মাঝে সাহস রাখা চাই।


আমরা হলাম বিরোধী দল ওরা ক্ষমতায়
পাংশু পথে সদাই ওরা অকপটে ধায়,
মোদের লোককে ধরে ওরা মারে অকারণে
আজ এখানে আসুন সবাই পণ করি নিজ মনে।


ফের কখনো ওরা যদি তোলে গায়ে হাত
তখন ওদের সকল খেলা করবো বাজিমাত,
আমরা কভু কাউকে ছেড়ে কথা বলবো না
মনের ভুলে পাপের পথে কভু চলবো না।


পণ করে নিই আসুন সবাই গড়বো নতুন সাজ
এইখানে সব বাঘের বাচ্চা বসে আছি আজ।"
ভাষণ শুনে বনের বাঘে বাঘিনীকে বলে
"ভুল বুঝোনা তুমি সখি ওদের কথার ছলে।"


মুখ ঘুরিয়ে বাঘিনী রয় গোমড়া করে মুখ
বাঘে বলে, "এক ভাষণেই চলে গেলো সুখ!"
হাতে পায়ে ধরে বাঘে ক্লান্ত হয়ে শেষে
বাঘিনীকে বলতে থাকে কেঁপে ভীরুর বেশে।


মিথ্যা বলতে মানুষ জাতি এই জগতের সেরা
ভাষণ সে তো সকল সময় মিথ্যা দিয়েই ঘেরা,
বিশ্বাস করো মানুষ জাতি মিথ্যা কথা কয়
ওদের মধ্যে একটাও তো আমার বাচ্চা নয়।"