মুক্তক অক্ষরক্ষরবৃত্ত ছন্দেঃ


অভিপ্রায় ভ্রষ্ট হবে ভেবে মনকে ধমক দিতে
মৃদুস্বরে বলে ওঠে মন, "শুনি হাওয়ার ঘরে
চোরকে ধরলে মোক্ষ লাভ  হয় কি আসলে তাই?
তাই অপ্রতুল সাধনায় চোর ধরা রপ্ত করি
কিন্তু হাওয়ায় চোরকে ধরতে গিয়ে দেখি
কোনো চোর নেই প্রকোষ্ঠের অভ্যন্তরে!
আনন্দিত হবো নাকি উৎকন্ঠিতই হবো? ভাবার আগেই
একদল ডাকু এসে আমাকে করলো তখন একান্তে অবরুদ্ধ
ডাকাতের হাত থেকে বাঁচার যতার্থ জ্ঞান
তখন আমার একেবারে জানাই ছিলো না,
যার ফলে উচ্চস্বরে কল্পলোকের ফকির লালনকে বলি
কেনো বলেছিলে তুমি হাওয়ার প্রকোষ্ঠে চোরকে ধরতে?
সেখানে এখন চোর নেই, আছে বেশুমার ভয়ানক
দস্যুর নিগড়!
যাদের ধরার ওজস্বীতা
কারো নেই বললেই চলে।
এ প্রবঞ্চকেরা বর্তমানে সর্বাংশেই উপাগত, তাই তো আমার পিতৃধনের সাধন এখন করতে  পারছি না। হচ্ছে না আমার স্থূল, প্রবত্য, সাধক অথবা সিদ্ধির যোগ,
জেনে-শুনে জ্ঞানপাপী হয়ে আজ সেই অন্তদ্বারে চলছে উপচে পড়া আপ্লাবন! তখন খুবই ধীরকন্ঠে ফকির লালন সাঁই
তুমি অশ্রুসিক্ত হয়ে বলে গেলে, " চোরকে না ধরতে ধরতে দস্যুর আকার নিয়েছে গো, তাইতো এখন মিথ্যে চেষ্টা করে কোনে লাভ নেই আর,
ভিন্ন রূপে ফের নিতে হবে  ভিন্ন কোনো কাওয়াজ।