বেকার জীবন  অভিশপ্ত কমবেশি জানি
কি করে দিবো পাড়ি তাহা না জানি,
ভাবতে ভাবতে সময় হলো আমার পার
তবুও নাহি দেখা মেলে চাকরির মামার।


সামান্য এক চাকরির জন্য বলি কতজন কে
না পায় কারো সান্তনা, না পায় কারো আশা,
আপন লোক আছে অনেক করে বেইমানি
চাকরি না পেয়ে আমি করি কান্নাকাটি।


পড়াশোনা ইন্টারমেডিয়েট করছি আমি পাশ
বেকার হয়ে বইতে হচ্ছে সংসারের অভাব,
ভালো একটা চাকরির জন্য থাকি অপেক্ষায়
কে দিবে চাকরি আমায় ভেবে হয় হতাশ।


বড়ো অনেক হয়েছি থাকবো আর কতদিন ঘরে
কিছু একটা করতে হবে পরিবারের জন্য,
বাবার অনেক বয়স হয়েছে না পারে করতে কাজ
চাকরি  একটা পেলে আমি দুর করবো বাবার অভাব।