বন্যা পানি ও নিষ্ঠুর বন্যা পানি
জীবনটা করলি একেবারে টানাটানি,
শান্তি পাইনা বন্যা পানির জন্য
জীবনটা হয়ে গেছে তামা কাসার মতো।


ও বন্যার পানি আর কতো দিন থাকবে এভাবে
ঈদ মানুষ কাটাবে কিভাবে?
গরু ছাগল দিতে হবে কুরবানির
বন্যার পানি এসে করলো সবি নাড়াচাড়ি।


কৃষক মরতাছে ফসল নষ্টের ফলে
পাট ও জাগ ডোবে গেছে পানির নিচে,
আর কতোদিন থাকবে এভাবে
মুক্তি পাবো না কি বন্যা পানি থেকে?


শহর থেকে আসবে কিভাবে আপনজনরা
রাস্তা ঘাট তো সবি গেছে ভেঙে চুড়ে,
বসতবাড়ি ও তো করছো ছেড়ে ছেড়ে
রক্ষা পাবো আর কি ভাবে?


যাতায়াতের তো হয়েছে সবি সমস্যা
চতুর পাশে রয়েছে শুধু সাদা সাদা,
পানি ছাড়া তো নাইতো কিছুর দেখা
ঘরে তে থাকতে থাকতে জীবন হয়েছে মরা মরা