একা একা আছি বসে দালান ঘরে তে
মা বাবা কেউ নেই এই ঢাকা শহরে,
চিন্তার মধ্যে দিয়ে করলাম পার একটা দিন
শত ভালোবাসার কথার মনে আসে ঢাকা এসে।


ভালো ছিলাম গ্রামে মা বাবার সাথে
শহরে এসে হয়ে গেছি নিঃসঙ্গ একা,
জীবনে মায়া ত্যাগ করে গড়লাম শহর পাড়ি
মা বাবার মুখে হাসি দেখতে পরলাম ঢাকার চাকরি।


সামান্য খানিক বেতন ধরছে মাএ সাড়ে পাঁচ হাজার
সেই দিয়ে কি চলবে আমার সংসার খরচের টাকা?
একা একা লাগে না ভালো এই শহরে
মন ছোটে চলে আপন বাড়িতে