ভেবে দেখ এ জগতে কেহ ভালো নয়,
..... একেক জনে একেক ভাবে নেগেটিভ কথ কয়।


              কেউবা নেগেটিভ কেউবা পজিটিভ,
কার কথায় এখন আমি ধরবো লজিক।


.......একেক জনে একেক কথা মিলে না কারো সাথে,
তাই বলে কি আর লেখকের কোন দোষ আছে?


..............হাতের আঙুল ৫টি মিলে না কারো সাথে,
তেমনি করে তোমার সাথে মিলবে না আমার যে।


.........কেহ বলে অনুপ্রেরণা কথা কেহ বা ডিপ্রেশন,
ভালোর মধ্যে খারাপ খোঁজ পেলে কেউ না ছাড়ে।


.............নেগেটিভ বাঙালি আমরা বুঝি পজিটিভ,
তাই বলে কি উচিত কথা বলা করবো অনুচিৎ।


.........পজেটিভ মানসিকা তৈরি করুন, কাজে উৎসাহ দিতে থাকুন,
নুয়ে পড়া গাছটাকে আগলে ধরুন, ফলাফল ভালো পাবেন জেনে রাখুন।


.............মনটাকে বড় করুন,সংর্কীণতাকে পরিহার করুন,
নেগেটিভকে, পজিটিভে, পজিটিভে ভরিয়ে তুলুন।



রচনাকাল ১৫/৬/২০২০
ইসলাম পুর জামাল পুর