হাতের লেখা ভীষণ খারাপ, কেমনে প্রকাশ করি
হাতের লেখা নিয়ে এখন, ব্যাপক টেনশনে আছি।
হাতের লেখা খারাপ বলে, হয়ছি ক্লাসে অপমান
স্যার ম্যাডামের কথা শুনছি, আরো কতো অপমান।


দিন রাত লিখি আমি নোটবুকে
হাতের লেখা সুন্দর হবে তাই বলে,
কোথায় পাবো সুন্দর লেখা, কোথায় পাবো কি
বাজে লেখা নিয়ে এখনো, পড়াশোনা করতাছি।


খাতা জমা দিলে ম্যাডাম স্যারদের কাছে, ডেকে বলে ববি
কি লিখছোস খাতায় বল না তারাতাড়ি,
নিরুপায় হয়ে আমি বলতাম সবি,
মিস করতাছি হাতের লেখা নিয়ে স্যার ম্যাডামদের মাতামাতি।


ছোট ভাইয়েরা হাতের লেখা দেখে করে হাসাহাসি
এর চেয়ে নাকি ভালো লেখা ওয়ান টু ক্লাসের ছাএীর,
ছোট কাল থেকে লেখছি আমি অতি যত্ন করে
তবু শালা হাতের লেখা সুন্দর হয় না।


ফেসবুকে কিছুদিন আগে কল্পনা আপা দিল উপদেশ,
তার উপদেশের কথা শুনে খাতা হলো শেষ,
একদায় ভিডিও কলে দিল আমায় টিপস
এভাবে উন্নত হলো হাতের লেখা কিছুটা বেশ