★★রাজপিতা★★
মুজিব মুজিব তুমি জাতির পিতা
জেল খেটেছো,তবু পাওনি ব্যথা।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী
তোমার লাগি আজ মোরা,
পেলাম একখন্ড ভূমি।
রক্তে রক্তে রঞ্জিত হয়েছিল দেহ,
তবুও কষ্ট পাওনি তুমি।
রাজাকাররা জানতো কি আর?
কীর্তিমানের মৃত্যু নাই।
সপরিবারে মারলো তারা,
রেহাই পায় নি রাসেল সোনা।
দিন যায় রাত যায়,
বীর বাঙালি কি তা ভুলতে পায়?
হাজার বছরের ইতিহাসে,
তুমিই সেই রাজপিতা।


রক্ত দিয়ে নাম লিখিয়ে
দিয়ে গেলে তুমি দেশটা,
কেমন আছে স্বদেশ তোমার,
হায়েনা-শকুন, দেখতে দিলো না তার শেষটা!


কত জ্ঞানী -গুণী শত মহাজন
গিয়েছে তোমারি পথে,
তুমিই তো মোদের বাঙালী  করে
রেখে গেলে এ-ই বাংলাতে।


তাইতো তুমি বাঙালী মনে
আজও চির ভাস্বর,
ধ্বংস হলেও সহস্র পৃথিবী
তুমি পিতা অবিনশ্বর।


সর্ব কালের হে মহারাজ,
হে মহাজ্ঞানী মৃত্যুঞ্জয়।
মরেও যে তুমি চির অমর,
পৃথিবী জেনেছে নিশ্চয়।


বায়ান্নর ভাষা আন্দোলন
সেও ছিলো তোমারই দান,
ছয়দফাটাও করেছিলে রফা
সে কীর্তি আজও হয়নি ম্লান।


৭-ই মার্চের সেই ক্ষণে
অগ্নিঝরা তোমার ভাষণ,
বাঙলার মাটি করেছিলো খাঁটি
হটিয়ে যত দুঃশাসন।


কাঁদে শত ক্ষত বুকে নিয়ে বাঙালী  
হে মুজিবুর রহমান,
ভূলোকে -দ্যুলোকে ধ্বনিছে