কি অভিমানে বসে আছো
রুপ দিয়েছো চোখের জলে।
গালচে হাত, মন উজাড় করে,
চুলগুলো দিয়েছো ছেঁড়ে।
জানি না কি রুপ লেগেছে মনে,
বিষন্ন এক, একাকিত্ব নিয়ে
বসে আছো কার সনে?
আমি যে তোমার রুপে সাঁজিয়েছি তুলেছি
একবার ভেবেছো, দেখনি তার ছবি?
সদা ভয় করি লাজ, বলতে গেলেও
বলা হয়ে উঠেনি আজ।
এই যে প্রেম প্রেম খেলা,
লেখালেখির মধ্যেই চলে যাই বেলা।
আমি আজও একা