বাবা, তোমার চরণধূলি মেখে,
হেঁটেছি এই অজানা পথে।
দেখে দেখে কত ছবি আঁকেছি,
এই হৃদয়ের মাঝে!


দেখা হবে কবে,বলবো কথা,
আঙুলে আঙুল রেখে।
স্বপ্নগুলো যেনো স্বপ্নেই সাঁজে,
আসে না কখনো ফিরে!


দেখেছি আমি তোমার ঘাঁমে
জীবনের প্রতিচ্ছবি
ছেঁড়া শার্ট কিংবা লুঙ্গি পরে
দ্বিধাহীন হাঁসিখুঁশি!


তোমার আদলে জন্মেছি আমি
শিখিয়েছো অঙ্গীকার
ভেবে ভেবে চোখের জলে
কেটে যায় সারারাত!


বাবা, বলবো বলে, হয়নি বলা,
তোমায় ভালোবাসি,
ইচ্ছে করে তোমার মাঝে,
আবার ফিরে আসি!


(রানা আহমেদ লাখমিদ)
সময়: ২৮/১১/২০১৯ রাত ৭:৫৩ মি