প্রভাতের স্নিগ্ধ আলো শহরতলিতে জেগে উঠে
রাতের কালো আঁধার বেধ করে, মানুষকে নতুন করে বাঁচতে শিখাই, স্বপ্ন দেখাই, নব রচিত কোনো কাব্যে,
কুয়াশা ঘেরা পৌষ-মাঘ উক্তাপ্ত সূর্যের অন্তরালে!
মুখরিত হয়ে উঠে মেলার প্রতিটি প্রান্তরে
বাবা মার হাত দরে তরুণ তরুণী শিশুরাও আসে
নতুন বইয়ের গ্রাণ নিতে, জীবনকে রাঙাতে,
কত স্মৃতি পদদলিত হয়ে আছে কবির মনে।
প্রেম, বিরহ, বিদ্রহের গল্প লোকিয়ে আছে
জানা-অজানা, ইতিহাস, ঐতিহ্য,
কবি, কবির ভাষাই প্রকাশ করে।
মনের ভিতর ইচ্ছা শক্তি জাগিয়ে তুলে,
নব রচিত মলট বাধাঁনো প্রচ্ছদে।
শুনেছি আছও নাকি ভির জমে আছে মুক্তধারা স্টলে
নতুন বই প্রেমিকের ভিরে, নজরুল মঞ্চে
উন্মচিত হয় নতুন লেখকের বই?
প্রিয় কবির হাত ছোঁয়ে!


তারিখ-০৭/০২/২০২০
সময়-বিকাল ৫:৫০