এই দীর্ঘ কয়েক মাস কাব্যখরাই ভুগছি,
একটি শব্দও লিখতে পারেনি।
লেখতে পারেনি কোনো কবিতা
রচিত করতে পারেনি কোনো সূর,
কোনো ছন্দ, দোলা দেয়নি মনে।
আমি আজও নিস্তব্ধ হয়ে আছি ,
থমকে আছে আমার পরিবেশ!
কেনো জানি মন ভালো নেই,
ভালো না লাগার মাঝেও
স্বপ্ন দেখে নতুন রুপে!
রাত যতই গভীর হয়,
ক্রমে'ই নিস্তেজ হয়ে আসে
আমার প্রাণের প্রতিটি স্পন্দন।
একটি একটি করে আলো নিভে আসে,
নিঝুম নিস্তব্ধ অন্ধকারে, শুধুই আমি একা।
আবার,মাঝে মাঝে নদীর ধারে,
নির্জনে একা বসে কেটেছে সময়,
খেয়াল করেছো নিশ্চয়?
এই তো সেই দিনের কথা!
কালো আলো-ছায়া'র মাঝে জন্মেছ
জানি না তুমি কোন সে মায়া?
দীঘল চোখের ঐ মায়া জড়ানো হাসি
অপলকে থাকিয়ে আছি, ভালোবাসি।
শূণ্য সে পথে দাড়িয়ে থাকি
এই বোঝি আবার আসবে?
দেখা হবে, কথা হবে!
আদৌ জানি না এ কোন মায়া,
অনিন্দ্য বেশে আমার স্বপ্নময় কাঙ্ক্ষিত
রুপ ধরে, নীলাম্বরী নীল নয়নে তুমি এলে,
আবেগমাখা মিষ্টি হাঁসি হেসে।
আমি আজও সেই পথ চেয়ে রই
তুমি আসবে, কেননা তোমার দেখা পেলেই
অন্তরে জাগে নতুন গান, জন্ম নেই আবার প্রাণ,
বিচিত্র সব শব্দরাশি করে আলোড়ন!


তারিখ- ২৮/০৭/২০২০