কি নিদারুন রুপে সেঁজে আছো
মোর চোঁখের কোণে অবাক মনে,
ভালো লাগে লম্বা কেশ।


স্রোতস্বিনী রূপবন্যায় ভাসাও তুমি
নিয়ে চলো দূর অজনায় অসীম পানে
করে তোল চঞ্চল দিশাহীন
মায়া'র জালে, তবুও লাগে বেশ!!


হাতে ঘরি, অমন করে থাকাও যদি
আমি যে বন্ধি নয়নে সন্ধী খুঁজি
ইচ্ছে জাগে পুড়ে মরি।


এই ভালোলাগে মায়া'র জ্বালে,
ডুব দিয়েছি ঠুটেঁর কোণে
মুচকি হাসি'র নেই যে জুড়ি!!


সত্যিই তুমি অপূর্ব অনিন্দ্য লাবণ্যময়
কপালের মসৃণ ত্বকে কোমল পেলবতা
গালের ভাজে, চিবুকে প্রাণহরা, দূর্বার আকর্ষণ
পুষ্পপাপড়ি রুপ, ওষ্টদ্বয়ে ভালোবাসা।।


এই ভালোবাসি-ভালোলাগার মাঝেই
বেঁচে থাকু, স্বপ্ন দেখার তরে
নাম না জানা, কোনো এক মায়া!