সূর্যটা মামা রাগ করেছে
শিশি ঘেরা বাঁকে
সকাল বেলাই আকুল মনে
ভিন্ন ছবি আঁকে।
শীত এসেছে শীত এসেছে
সারা বাংলা জুড়ে,
শহর থেকে গ্রামের মানুষ
হরেক রকম সূরে।
শীতের সময় নানান পাঁখি
করেছে ডাকাডাকি,
ঘরে বসেই শব্দ শুনি
অনেক রংঙের পাঁখি।
সকাল বেলার হিম হাওয়া
আঁধারে কুয়াশাই,
পাঠালী গুরের ভাপা পিঠা
লাগে মুখে মিঠাই।
সূর্যি মামা উঠিবে জেগে
কুহেলিকা ভেদ করে,
শিশির ভেজা শেউলি ফুলে
ঘ্রাণ ছড়াবে সূরে সূরে।