চোখের কোণে দাগ লেগে যায়
বোঝা তবু দায়
কেউ বোঝে না
বোঝে মালিক সাঁই।

হাজার কষ্ট হাজার নিন্দ
সঁইছে অবাধে
কষ্টগুলো লাঘব হবে
তাহার সুবাদে।

আহবে তোর আপণ সাজায়
অবিমিশ্র করে
আশিস করে চন্দ্রভূক
মনস্তাপে মরে।