মস্তিষ্কে খেলা করে
রাজ্য জ্বয়ের খেল
সুখের আশায় মাগো তোমার
ফুরায়ে গেলো বেল।


পূব আকাশের ঘনঘটাকে
হাড় মানালে বেশ
স্বাধের জীবন করেছো নষ্ট
বয়স করেছো শেষ।


বাবার মুখে কতইনা-মা
খেয়েছিস তুই বকা
তবুও যে বলিছিস তুই
দোষ করেনি খোকা।


খোকা আজ জয় করেছে
বিশ্বজোড়া খ্যাতি
অট্টালিকায় বসত তাহার
তোমার চড়ুই-ভাতি।