কর্মহীনের প্রতিটি মুহুর্ত কাটে, শুধু সঙ্কায়।
ঝিঁঝিঁ পোকার মত সিগারেটের মশালে
বিনিদ্র রাত্রী যাপন
কিংবা প্যাঁচার মত নিশাচর প্রাণি হয়ে
দীর্ঘ রাত্রি উদ্দেশ্যহীন পায়চারি।
বাবার কর্কশ বাণী শোনার আতঙ্কে
ভুখানাঙ্গা থেকে, কোন কোন দিন কাটে যাদের
তাদের অশ্রু-নিনাদ শুনেছো কি কভু ?
ওহে ক্ষমতার মসনদে বসা কোটাল;  
তোরা কি করে বুঝবি!
কত পরিহাসের সৈকত পাড়ি দিতে হয়;
গুনতে হয় কাড়ি কাড়ি অবজ্ঞা!
দাদা-দাদীর তাচ্ছিল্য
মায়ের অশ্রু জড়িত কণ্ঠে
কিছু একটা করার ঘোর আঁকুতি
পুরন করতে না পারার ভীষন রকম কষ্ট
ওহ! এ যেন স্টীম রোলারের আঘাঁত।



রচনাকাল ঃ- ১৫-০৬-২০১৯