আমি ছল-চাতুরী ঘৃনা করি
ঘৃনা করি মিথ্যে জেনেও না জানার ভান ধরাকে।
আমি প্রচন্ডভাবে ঘৃনা করি অসুন্দরকে সুন্দর বলা নরাধমকে।


আমি ঘৃনা করি সারাদিন করিডোরে বসে থেকে
আকাশ পানে উড়ে বেড়ানোর আকাঙ্খাকে।


আমি প্রচন্ডভাবে ঘৃনা করি
মিথ্যের কাছে মাথানত করা যুবকের ললাট।


সেইদিন তোমায় করিব কুর্ণিশ
যেদিন সত্য দিয়ে করিবে নিজেকে বার্ণিশ।



রচনাকাল-০৭ মার্চ ২০১৯ইং