তরুলতা
ব্যগ্র  ভালবাসা ছিলে আমার
ছিলে উষার আলো;
এর বাইরে তোমার
অভিনয়টাও ছিল ভাল।


তরুলতা
কখনো অন্তর করিনি; তোমাতে-আমাতে
কখনো উষৎ ঈস্পা করিনি
কখনো ঈক্ষা করিনি
ঢেউ খেলানো কলেবরের দিকে।


তরুলতা
ভেবেছিলুম প্রকৃষ্ট বনিতা হবে
আমার পঞ্চত্বপ্রাপ্তি অবধি
কিন্তু তোমার সুনিপুন অভিনয়বলে
গুড়ে বালি পড়ে গেল আমার;
স্রোতস্বিনীতে সেই যে ভাটা পড়ে গেলে
আর জোয়ার ফিরে আসেনি;
তাইতো আজও নিভৃতে বিন্দুমোচন করি।