বিদ্যালয়ের শিশুরা আজ
বলিষ্ঠ এক কণ্ঠ
ভার্সিটির ঐ জ্ঞান-পিপাসু
নোংরামিতে মগ্ন।


কৃষকরা আজ খেত-খামারে
সত্য-মিথ্যের কথা কয়,
জ্ঞান পিপাসু ঋষিরা
মিথ্যের ভিতর মুখ লুকায়।


চা দোকানি আপন মনে
সত্য নিয়ে লড়ে যায়,
মনি ঋষি জ্ঞানী-গুণী
মিথ্যেকে করেছে জয়।


ভন্ডামী আর দালালিতে
ভার্সিটি আজ নগ্ন প্রায়!
আম জনতার প্রশ্ন
এর জন্য কারা দায় ?


রচনাকাল ঃ- ২০ জুলাই, ২০১৯ইং।