অচিন দেশের রাজকন্যা
                                        শরীফ হাসান
"মনের অসীম গহীন কোণে তোমায় দেখতে পায়
অবুঝ মনটা বার বার তোমায় লুকিয়ে দেখতে চায়।
রঙের তুলিতে তুমার ছবি আঁকতে মন যে চায়
তোমায় আমি গহীন ঘুমে স্বপ্নেও দেখতে পাই।


     সাগরের অত্বল গহীনে লুকিয়ে থাকে মণি
      আমার দেহের গহীন মনে রাজকন্যা শুধুই তুমি।
       তোমায় দেখে মুগ্ধ আমি সবি ভুলে যায়
        জানিনা আমি সেই রাজকন্যা কোথায়  খুঁজে পাই।


তোমার কথা ভেবে যে আমি ব্যাকুল হয়ে যায়
রাজকন্যা সেই তোমাকে আমি কোথায় খুঁজে পাই।
তোমার কথা ভেবে আমার দিন রাত পার হয়ে যায়
রাজকন্যা তোমার মনে একটু স্থান কি দেবে আমায়?
        
       তোমার কেশের স্নিগ্ধ হাওয়ায় মাতাল হয়ে যায়
        রাজকন্যা তুমায় আমি স্পর্শ করতে চায়।
        তোমার কোমল হাতটি ধরতে ভীষণ ইচ্ছে হয়
         রাজকন্যা সেই সুযোগটা কি কখনো দেবে আমায়?


তোমার কথা ভেবে ভেবে আমি যে দিশে হারা
রাজকন্যা তুমি কি আমার ডাকে দিবেনাকো সাড়া?
জানিনা আমি সেই রাজকন্যার কোথায় বসবাস
যদি সন্ধান পেতাম সেথায় চলে যেতাম বনবাস।
  
        তোমায় নিয়ে গভীর আরণ্য পারি দিতে চাই
         রাজকন্যা তোমার মাঝেই এখন নিজেকে খুঁজে পাই।


         বিঃদ্র= ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন&ধরিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন,ধন্যবাদ।