এভাবে জীবনের বহুক্ষণ বহুদিন বহুকাল কেটে গেলো
তবুও তোমাকে আমার পাওয়া হলো না,
রুপালি চাঁদের আলোয় হাতে হাত রেখে দুটি কথা বলা হলো না
মৃদু বাতাসে কানে কানে বলা হলো না ভালোবাসি।


এখনও জোসনায় ভিজে ঘাসের শরীর
গভীর কান্নায় ঢেউ খেলে যায় নদীর স্রোত,
শুধু তুমি নেই বলে আমি আজও নিঃসঙ্গ জীবন কাটাচ্ছি-
এখন পৃথিবীটা আমার কাছে লাগে শুধু মৃতপুরী;
কোনরকম বেঁচে আছি তোমাকে পাবার আশায়,
তুমি নিজে এসে ছুঁয়ে দাও এই প্রেমিক হৃদয়
আমি আবার জেগে উঠি তোমার ভালোবাসায়।