চাতক পাখি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর,
এক পশলা বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনে,
অবশেষে বৃষ্টি এলে তৃষ্ণা মিটায়।


বৃক্ষরাজিরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে মেঘকে ছোঁয়ার প্রচেষ্টায়,
অবশেষে মেঘই নেমে আসে নিচে,
মেঘের আশির্বাদে বৃক্ষ হয়ে ওঠে আরও সজীব।


চাতকের মতো অপেক্ষার প্রহর শেষে-
বৃক্ষের মতো আশির্বাদ হয়ে আমার হৃদয়েও নামুক এক পশলা রহমতের বৃষ্টি,
যেন আমার হৃদয় হয়ে ওঠে আরও সজীব, প্রাণবন্ত, তৃপ্ত এবং আল্লাহ্ ভীরু।


[১৮ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ "দৈনিক যুগের আলো" পত্রিকায় প্রকাশিত]