শরতে আসোনি তুমি, আসোনি হেমন্তে
বহুকাল কেটে গেছে-- আসোনি বসন্তে,
অবশেষে এলে তুমি চৈত্রের খরায়
এতোটুকু প্রেম দিলে হৃদয় ধরায়,
তীর্থের কাক হয়ে চেয়ে আছি নিষ্পল
মরু হৃদে এই  প্রেম এক ফোটা জল,
প্রেম চাই-- আরো দাও, হৃদয় ভরে
সবটুকু প্রেম দাও উজার করে।
এতকাল কোথা ছিলে? অবেলায় কেন এলে?
কেন শূন্য হৃদয় জুড়ে তব প্রেম দিলে ঢেলে?
বলো পাখি মেলে আঁখি করুণা করে-
এখনো কী কোনো লোক অবহেলায় প্রেমে পরে?