ফেলে দাও ওই গ্রন্থ বিদ্যা
ফেলে দাও ওই শিক্ষা,
যেই শিক্ষাতে নেইকো কোনো
মানুষ হওয়ার দিক্ষা।


ফেলে দাও ওই কিতাব কলম
ফেলে দাও ওই আলেম,
যেই আলেম ও কিতাব কলম
বানায় তোমায় জালেম।


ফেলে দাও ওই স্বার্থের পাগল
বন্ধু বান্ধব স্বজন,
যেই স্বজন আর বন্ধু বান্ধব
দুধের মাছির মতন।


ফেলে দাও ওই আদেশ নিষেধ
বামবিধিদের রীতি,
যেই রীতিতে নেই প্রীতি প্রেম
নেইকো রবের ভীতি।