শোনো ছোট সোনা মনি
শোনো খোকা খুকি,
জীবন চলার পথে -
আসে যত ঝুঁকি!


সব ঝুঁকি মোকাবিলা
করে হবে পার,
কোনো কাজে অলসতা
করবে না আর।


বাবা মা ও ভাই বোন
সকলের কাছে,
আদব কায়দা শিখে
নিবে যা যা আছে।


নিজ কাজ নিজে করে
রবে পরিপাটি,
ভালোবেসে যাবে সদা
দেশ মাতা মাটি।


ভালো কাজে লেগে রবে
সারাদিন ক্ষণ,
মানুষ হতেই হবে
করো এই পণ।