ভিখারি বলল -
ভাই একটা চা দ্যান তো!
চা'ওয়ালাঃ শালা ভিখারি হয়েও চা খেতে এসেছে।


আমি বলি -
হাতের পাঁচটা আঙুল কোনদিন সমান হয় না,
যদি হতো -
তাহলে আপনি চা'ওয়ালা
আর উনি কখনো ভিখারি হতেন না।


মানুষ এ বিভেদ ভাঙতে চায়,
অথচ নিজের ভাইকেও দান করে না।
হাতের পাঁচটি আঙুল সমান হলে -
কেউ রাজা, কেউ ভিখারি হতো না,
কারো মনে কোনো দুঃখ কিংবা অহংকার থাকতো না।


আমরা সমধিকার নিয়ে যতই স্লোগান
যতই সংলাপ করি না কেন,
বাস্তবে আমরা কেউই সমধিকার চাই না;
আমরা প্রত্যেকেই সমধিকারের বিরুদ্ধে।