লাল সবুজের এই পতাকা ছিলো বিজয় নিশান
তাই লড়েছেন মুক্তিকামী আমজনতা কৃষাণ,
বাংলা মায়ের বুকের উপর পাক হানাদার দল
জুলুম পীড়ণ করতো আর হাসতো অনর্গল।


ছুড়তো গুলি, মারতো লাথি, বাঙালিদের বুকে
ভেবেছিলো পারবে না কেউ তাদের দিতে রুখে,
এসব দেখে শেখ মুজিবুর আমজনতার তরে
ভাষণ দিলেন--- দুর্গ গড়ে তোলো ঘরে ঘরে।


সেদিন থেকে বাংলা মায়ের দামাল ছেলের দল
দেশকে স্বাধীন করার মতো পেলো মনোবল,
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শেষে
বিজয় নিশান উড়িয়ে সবাই উঠলো সুখে হেসে।