মনে তার বিষ ছিলো, ঠোঁটে ছিলো হাসি
বেকুবের মতো তারে গেছি ভালোবাসি,
কানে তার দুল ছিলো, খোপা জুড়ে ফুল
তার প্রেমে মন ছিলো সদা মশগুল।


রূপ তার ভালো ছিলো, কালো ছিলো মন
সেই মন লোভাতুর খুঁজেছিলো ধন,
এক বুক ভালোবাসা, খুঁজেনি সে প্রেম!
তাই সে করেনি'কো মন লেনদেন।


আলেয়া সে তো এক ছিলো মরীচিকা
মন জুড়ে ছিলো তার শুধু অহমিকা,
রূপ ছিলো জ্বল-জ্বল, চাঁদ মাখা মুখ!
বুঝিনি'কো এই মুখ; দিবে এত দুখ।


তার চুল ছিলো সিল্কি, আঁখি দুটি কালো
টোল পড়া হাসি তার লেগেছিলো ভালো,
এত ভালো কোনো কালে লাগেনি'কো আগে
তাই আজও আলেয়ার তরে প্রেম জাগে।


মন সে ভেঙ্গে দিছে, ভেঙ্গে দিছে ঘর!
তবু তারে আমি নাহি করিয়াছি পর,
যার লাগি মনে প্রেম যুগ যুগ ধরে
সে আজও রহিয়াছে দূরে অগোচরে।


মরীচিকা দেখা যায়, নাহি যায় ছোঁয়া
থই থই জল নয়; আসলে তা ধোঁয়া,
আলেয়াও ঠিক তাই- মায়া ভরা মুখ
যে তার পিছু লয়, তার জুটে দুখ।