একা থাকা ভীষণ যন্ত্রনা!
যখন একা থাকি তখন পুরনো স্মৃতি উথলে ওঠে,
কষ্টগুলো বুকের ভেতর পাহাড়ের মতো দাঁড়িয়ে যায়,
পুরনো দিনের সুখগুলো বেদনা আর দুঃখগুলো অনুতাপে পরিণত হয়,
যে একা থাকে সে-ই জানে-
একা থাকার কি কষ্ট।


আজ আমি একা আছি,
কাল একা হলে তুমিও বুঝতে পারবে
একা থাকার কি যন্ত্রনা! কি কষ্ট!
একসময় মানুষ অবশ্য একা থাকতে শিখে যায় কিন্তু তখন সে আর মানুষ থাকে না,
একা থাকতে থাকতে মানুষ পাথর কিংবা বরফে পরিণত হয়।


তবে,
একা থাকার একটা বিশেষ গুণ আছে
একা থাকা মানুষগুলো ক্রমশ হয়ে ওঠে নিরপেক্ষ,
হয়ে ওঠে নির্ভীক! চরম সত্য ও প্রতিবাদী,
কারণ একা থাকা মানুষগুলো জানে-
ভেতরে বাহিরে সে কতটা শক্ত;
সে জানে কোনো আঘাতেই সে আর ভাংবার নয়‌।