জীবনে অনেক শিখেছি ঠকে
আবার কখনও ঠেকে,
তবুও হারাইনি- মানিনি হার!
নিজেকে রাখিনি ঢেকে।


চেনা সোজা পথ হঠাৎ গিয়েছে
আপনা-আপনি বেঁকে,
পথের আঘাতেই পথ চিনেছি
পথের হোঁচট থেকে।


জীবনে অনেক মানুষ দেখেছি
দেখেছি নকল মুখ,
আসল নকল উভয়ে মিলে-
দিয়েছে দুঃখ সুখ।


বন্ধুর কাছে বহুকিছু শিখেছি
শত্রুও শেখায়নি কম!
সবার কাছে শিখেছি অনেক
ধরনটা ভিন্ন রকম।


কারো হাত ধরে হাঁটা শিখেছি
কারো হাত ধরে উঠতে,
কারো হাত ধরে ঘুরে দাঁড়াতে
কারো হাত ধরে ছুটতে।


জীবনের পথে মতে অমতে
শিখেছি যখন তখন,
আগে শিখেছি, পরেও শিখব
শিখব অব্দি মরণ।