তোমাকে পাবো না জেনেও
তোমাকে ছোঁয়ার অমৃত সাধ হৃদয়ে লালন করি,
বড় স্বাধ ভরা জোছনায় তোমার হাতের আঙ্গুল ছুঁয়ে একবার নিজেকে প্রশ্ন করি-
তুমি নাকি চাঁদ বেশি সুন্দরী।


প্রভাতে পাখির গানে তোমাকে বুকে টেনে
খুব করে জড়িয়ে ধরে একবার তোমাকে প্রশ্ন করি-
কেন আনিলে মোর হৃদয় মাঝে শত ফুলে রাঙ্গা প্রেমের তরী?


তোমাকে পাবো না জেনেও
তোমাকে ছোঁয়ার অমৃত সাধ হৃদয়ে লালন করি,
বড় স্বাধ তোমার মেঘ কালো ঘন চুলে মুখ গুঁজে  একবার তোমাকে প্রশ্ন করি-
খোঁপা খুলে কেন ছড়ালে ভুবনে প্রেমের আম্বরী।


গোলাপ রাঙ্গা ঠোঁটে কেন ছড়ালে হাঁসি?
কেন হৃদয়ে পড়ালে প্রেমের ফাঁসি?
তোমাকে ছোঁয়ার অমৃত সাধ হৃদয়ে লালন করি,
বড় সাধ তোমাকে ছুঁয়ে একবার বলি-
শুধু একবার বলি তোমাকে ভালোবাসি।