স্বল্প পাপড়ি মেলে অপরাজিতার
ছোট দুটি পাপড়ি তার যোনিদ্বার,
নয়ালী পাতায় মিশে সবুজের সমারোহ
মৌমাছি গুঞ্জন করে অহরহ।


ধারণে প্রগাঢ় নীল অপরাজিতার
নীলাভ আকাশ সে- মেনে নিবে হার,
মায়া, বিষ আছে হেথা জেতা ও হার
কে নিবে এই ফুল সাধ্যটা কার।


প্রেমিক হও, ফুল লও, যেটা লাগে যার
যেও না কাছে কেউ অপরাজিতার,
বাঁচা দায়! নিরুপায়! বহুবিধ সমাচার
জানো যে, যেও সে- এর ব্যবহার।