মরুভূমির মতো ধূ-ধূ বুক প্রান্তর
উষ্ণ পুরো অঙ্গ জমিন,
শত শতাব্দীর তৃষ্ণায় কন্ঠ হরণ
অপেক্ষারত রাত দিন!


প্রিয়সীর প্রণয়ের চুম্বনের অভাবে
ঠোঁটে লেগে ছিল চৈত্রের খরা,
এমন তৃষ্ণা কাতর শুষ্ক মরুর বুকে
জল হয়ে এসেছিল অন্তরা।