আমি মদ খেয়েছি অপ্সরী ,
তুমি কাঁচের ফ্রেম থেকে বেরিয়ে আসো-
আজ তোমাকে স্পর্শ করি।


এই ঘরের ভেতর তুমি আর আমি একাই
আর কেউ নেই, কেউ নেই অপ্সরী,
এখন কাঁচের ফ্রেম থেকে বেরিয়ে আসো,
একবার তোমাকে চুম্বন করি।


তোমার গোলাপ রাঙা ঠোঁট
ঠোঁটের কোণ ঘেঁষে ছোট্ট তিল
তুমি হাসলেই যেন ঝরে পড়ে মুক্তা
নির্মল প্রেমে ভরে ওঠে শূন্য দিল।


তুমি অপলক দৃষ্টিতে চেয়ে থাকো
তোমার চাহুনীতে কী যেন এক প্রশ্নবোধক!
তুমি কাকে যেন চাও, মনে মনে মিলাও।
পেয়েছো কী তার সাথে আমার মিল?


এই মেয়ে, শুনছো?
মদের নেশা তোমাকে আমার আপন করে পাইয়ে দিতে চায়;
তুমি কাঁচের ফ্রেম থেকে বেরিয়ে এলেই-
তোমাকে উষ্ণ চুমুর সাদর স্বাগতম জানাবো।


অপ্সরী তুমি ফ্রেম থেকে বেড়িয়ে এসে আমার হৃদয় সিংহাসনে বসো,
শাসন করো আমার সমস্ত হৃদয় রাজ্য;
ভালোবাসায় গড়ে তোলে অট্টলিকা, প্রাসাদ।
নির্মাণ করো প্রেমের মসজিদ মন্দির গির্জা প্যাগোডা;
যেন সেখানে রোজ আসতে পারে প্রেমের ঈশ্বর, ভালোবাসার দেবতা।


আমরা দেবতাকে প্রেমের ফুল পূজিবো,
বিনিময়ে দেবতা আমাদের দিবেন অফুরন্ত ভালোবাসা,
দেবতার দেওয়া ভালোবাসা পেয়ে আমরা পৃথিবীতে হয়ে উঠবো চির অমর;
আর অনন্ত কাল বেঁচে থাকবো মানুষের হৃদয়ে হৃদয়ে।


মানুষ আমাদের ভালোবাসাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বলবে-
এই দেখো প্রেমের বউ,
এই দেখো- দেখো- প্রেমের বর।
অপ্সরী, এই অপ্সরী;.
তুমি কাঁচের ফ্রেম থেকে একবার বেরিয়ে আসো-
এই দেখো মোর শূন্য হৃদয় ঘর।