পনেরো আগস্ট রচিত হয় শোকের পদাবলী
বঙ্গবন্ধুর রক্ত মেখে ঘাতক খেলে হোলি!
রাত্রি তখন আঁধার ছিল, অপেক্ষাতে ভোর
ঘাতক এসে কড়া নেড়ে বলল 'খুলুন দোর।'
তারপরে কী ঘটেছিল? বুলেট ছোঁড়া বৃষ্টি!
পঁচাত্তরের ইতিহাসে কালো অধ্যায় সৃষ্টি!


সেই অধ্যায়ের পাতা খুলে একটু পড়ি যদি
দু'চোখ তখন যায় হয়ে যায় অশ্রু ভরা নদী,
এই নদীটাই পঁচাত্তরে রক্ত নদী হয়ে
ধানমন্ডির বত্রিশ নং বাড়ি গেছে বয়ে!
মর্মান্তিক হত্যাকাণ্ডে আটাশ লাশের সারি
আগস্ট মানেই সারাদেশে শোকের আহাজারি।


বিঃদ্রঃ [কবিতাটি ১৪ আগস্ট ২০২৩ দৈনিক ফুলকি এবং ১৫ আগস্ট ২০২৩ ভোরের দর্পণ পত্রিকায় প্রকাশিত হয়েছে।]